• আপডেট টাইম : 10/07/2025 07:05 PM
  • 118 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দু’জনকে ১মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে অপর দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

৬ জুলাই রোববার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্তরা শিলাইদহ এলাকার রিপন হোসেন (৩২) ও বিপ্লব হোসেন (৩৩) এবং সেলিম রেজা ও মো. জিহাদ নামে দু’জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় দু’জনকে ১মাস করে কারাদন্ড ও দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে দ’ুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অপর দু’জনকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...