কুষ্টিয়ার দৌলতপুরে আগামী ৫ জুলাই বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে ৩ পদে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
ইতোমধ্যে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে ৫টি পদে বিএনপি’র ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। দলের ভেতর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে উপজেলা কামিটও নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। সে লক্ষে ৩টি পদে ১৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেছেন। এরমধ্যে সাংগঠনিক পদে সর্বাধিক ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারণ সম্পাদক পদে ৪জন এবং সভাপতি পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩০ জুন সোমবার দৌলতপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন/কাউন্সিলের প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আলহাজ¦ আব্দুল মজিদ স্বাক্ষরিত চুড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে দৌলতপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা (চেয়ার প্রতীক) ও দৌলতপুর কৃষক দলের নেত্রী মোছা. সুরাইয়া আক্তর কাজল (ছাতা প্রতীক) প্রতিদ্ব›িদ্বতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য মো. আকবর আলী (চাকা), দৌলতপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন (মই), দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা (দেওয়াল ঘড়ি) ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মঙ্গল সরকার (আনারস)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন সর্বাধিক প্রার্থী।
এদের মধ্যে রয়েছেন আবুল কালাম আজাদ (ট্রাক), মো. আতাউর রহমান (মোরগ), মো. আবু সুফিয়ান অপু (হেলিকপ্টর), দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক মো. আবিদ হাসান মন্টি সরকার (মোমবাতি), মো. ফরজ উল্লাহ (ফুটবল), রাশেদ আহাম্মেদ লালু (কাপ পিরিচ), মো. রাশেদুল হক শামীম (মোটরসাইকেল), দৌলতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. শের আলী (মাছ) ও এস এম এস সালেক শিপার (টিউবয়েল)। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদ পদে প্রতিদ্বন্দিতা হলেও সভাপতি পদে প্রতিদ্বন্দিতা হবে না বলে ভোটার ও বিএনপি দলীয় মাঠ পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা জানিয়েছেন।
এদিকে দৌলতপুর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন কে ঘিরে প্রতিদ্বন্দি প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পাার করছেন। নিজ নিজ পদের পোষ্টার ছাপিয়ে ভোটরদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আবার ভোটারদের দ্বারে দ্বারে গিয়েও ভোট প্রার্থনায় ব্যস্ত রয়েছেন তারা। জাতীয় নির্বাচনের আগে বিএনপি দলীয় কমিটি গঠনের এ নির্বাচনকে ঘিরে একধরণের উৎসবের আমেজ তৈরী হয়েছে দৌলতপুরে।