• আপডেট টাইম : 03/07/2025 11:20 AM
  • 160 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক ও বিএনপি দলীয় সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর সাব-রেজিষ্ট্রারকে উদ্দেশ্য করে বলেছেন, এমন ঘুষখোর সাব-রেজিষ্ট্রার আমার জীবনে আমি আর কখনো দেখি নাই। কয়েকদিন পূর্বে তাকে একটি জমি রেজিষ্ট্রির বিষয়ে অনুরোধ করেছিলাম, তারা ঢাকা থেকে এসেছে পার্টিশন রেজিষ্ট্রি। খারিজ নাই, খারিজ নাই হলেই, ২৫ হাজার, ৩০ হাজার ৫০ হাজার টাকা দালাল মুহুরিদের মাধ্যমে ঘুষ নেন তিনি।

সাব-রেজিষ্ট্রার বললো খারিজ নাই, আমি বললাম আমি দেখাবো বিনা খারিজে আপনি কতটা রেজিষ্ট্রি করেছেন? তারা ঢাকা ও রাজশাহী থেকে এসেছে এই লোকগুলির কি অবস্থা, এইতো তিন-চারদিন আগের ঘটনা। যারা জমি রেজিষ্ট্রি করতে এসেছে তার দাদা চেয়ারম্যান ছিল, তার বাবাও দুইবার চেয়ারম্যান ছিল। প্রাগপুর ইউনিয়নের ঘটনা তারা ভদ্র পরিবার। পরে কি হয়েছে আমাকে আর বলে নাই তারা। টাকা দিয়ে করে নিয়েছে কিনা তাও জানিনা।


বাচ্চু মোল্লা বলেন, ইউএনও সাহেব এখানে আছেন আপনাকে শক্ত হাতে অবস্থান নিতে হবে। যদিও আমার জানামতে সাব-রেজিষ্ট্রার ইউএনও সাহেবের অধীনে না। আপনি জেলা রেজিষ্ট্রারকে বলবেন দৌলতপুর সাব-রেজিষ্ট্রারের এই অবস্থা। শুনি নাকি দৌলতপুর সাব-রেজিষ্ট্রারের চাকুরি আছে আর দেড়মাস। সে দেদারসে ঘুষ খেয়ে অবসরে যেতে চান।

৩০ জুন সোমবার দুপুরে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আইন শৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভায় দৌলতপুরের সবচেয়ে আলোচিত ও চরম দুর্নীতি পরায়ন সাব-রেজিষ্ট্রারকে উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আইন শৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

পুলিশকে উদ্ধেশ্য করে মাদক সম্পর্কে বাচ্চু মোল্লা আরো বলেন, অনেক পুলিশ অফিসারের মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক আছে। যদি এডিশনাল এসপি সাহেব নাম শুনতে চান আমি আপনি পারসোনালি দিবো। যারা মাদক কারবারী, তাদের সাথে সম্পর্ক। পুলিশ অফিসারদের সম্পর্ক হবে সমাজ প্রধানদের সাথে। বর্ডারে গিয়ে যারা মাদক ব্যবসা করে, যারা মাদকের দালালি করে তাদের সাথে সম্পর্ক করি, তাদের কথায় চলি তাদের অনুরোধে চলি তা’হলেতো আইন শৃক্সখলা ভালো থাকবে না। ##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...