আন্তর্জাতিক আইন-নিয়মনীতি লংঘন করে ইরানে ইসরায়েল ও মার্কিন হামলা এবং ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়নগঞবজ শাখা।
২৩ জুন সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতন্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক প্রদীপ সরকার।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৩ জুন ২০২৫ ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে ব্যাপক হামলা শুরু করে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই হামলায় এ পর্যন্ত প্রায় তিন শতাধিক ইরানী মানুষ প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, ইরান বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার, পরমাণবিক বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। তারা খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে। আর এই হামলায় মদদ জোগাচ্ছে সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরান খালি করার জন্য ট্রাম্পের ঘোষণা সারা বিশ্বের শান্তিকামী মানুষকে হতবাক করেছে।
গত শনিবার রাতে মার্কিন অত্যাধুনিক বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে বাংকার বøাস্টার বোমা হামলা চালায় ইরানের পারমানবিক স্থাপনা বোর্দ, নাতাঞ্জ ও ইসফাহানে। এখানে বাংকার বøাস্টার বোমা ছাড়াও মার্কিন সাবমেরিন থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ট্রাম্প বলেছিল তারা দুই সপ্তাহ দেখবে সরাসরি যুদ্ধে অংশ নিবে কী না। কিন্তু দুই দিনের মাথায়ই তারা বোমা ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি জটিল করে তুলল।
নেতৃবৃন্দ বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এ অভিযোগে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল হামলা শুরু করে এবং এ পর্যায়ে যুক্তরাষ্ট্রও হামলায় অংশ নেয়। ইরান বার বার বলেছে তাদের পরমাণু কার্যক্রম মারণাস্ত্র তৈরির জন্য নয়। ‘কিন্তু চোরে না শোনে ধর্মেরও কাহিনি’। এর আগে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদীরা ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ও পারমাণবিক অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ এনে একযোগে ইরাক আক্রমণ করে লাখ-লাখ মানুষকে হত্যা করে, দেশটিকে ধ্বংস করে, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। পরে তাদের অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। লিবিয়াতেও একই মিথ্যাচার করে প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যা করেছে। আফগানিস্তানে একই কাজ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দেশটির অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এখন যুদ্ধের মাধ্যমে তাকে নিশ্চিহ্ন করতে চায়। মার্কিন মদদে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, হামলা করছে সিরিয়া ও ইয়েমেনে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থাৎ গোটা বিশ্বজুড়ে এক যুদ্ধের দামামা বেজে উঠছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে ইরানে হামলা বন্ধ ও ফিলিস্তিনে গতহত্যা বন্ধের দাবি জানান এবং সাম্রাজ্যবাদী ও জায়নবাদী ইসরায়েলি ফ্যসিস্টদের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকামী মানুষের প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। একই সাথে ইরানে যুদ্ধবিরোধী লড়াকু জনগণের সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করেন।