• আপডেট টাইম : 24/08/2024 06:57 AM
  • 259 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

শেখ হাসিনার সরকারের সময়ে ঢাকা দক্ষিন সিটি কর্পেোরেশন এলাকায় হকারদের কাছে থেকে চাঁদা তুলতো এক দল। সেই সরকাররে পতনরে পর সিটি কর্পেোরশেন এলাকায় হকারদের কাছে থেকে চাঁদা আদায় করছে আরেক দল। হর্কাস ইউনিয়নের প্রশ্ন, এরা কারা ?

২৩ আগস্ট শুক্রবার বকিলেে রাজধানীর সদরঘাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রশ্ন করনে বাংলাদেশ হকার্স ইউনয়িনরে নতেৃতৃবন্দ। এ সমাবশেরে আয়োজন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ কমিটির সভাপতি হকারনেতা আনিছুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ , কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, হকারনেতা দ্বীন ইসলাম, কবীর হোসেন, আসমান আলী খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতা যখন রাষ্ট্র সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, মসজদি-মন্দির-গীর্জা রক্ষার কাজে ব্যস্ত তখন ফুটপাতগুলোতে বেপরোয়া লুটতরাজ-দখলদারিত্ব-চাঁদাবাজি সংগঠিত হয়।
এরা কারা, প্রশ্ন করে নতেৃবৃন্দ বলনে গত ১৭ বছর ধরে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সিটি কর্পোরেশনের মেয়রদের দমন-পীড়ন-নির্যাতন, পুলিশ এবং চাঁদাবাজিতে হকাররা দিশেহারা ছিল। গণঅভ্যুত্থানের পরে আবার সেই একই রূপ ফিরে এসেছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হকাররা কোনো ধরনের চাঁদা প্রদান করবে না। কেউ যদি ফুট বা বিট দখল বা লুটতরাজ করতে আসে হকাররা সংগঠিত হয়ে তার দাঁতভাঙা জবাব দেবে।
নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আয়নাঘর, ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের চাকরি, ৭.৬২ এমএম বুলেট এ বিষয়ে জাতির কাছে খোলসা করার আহবান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হকার্স ইউনিয়ন থেকে সহায়তা টিম গঠন করা হয়েছে।

নেতৃবৃন্দ ছাত্র-জনতার অভ্যুত্থানে ৪৫ জন হকার শ্রমিকসহ মোট ৮৫ জন শ্রমিক নিহত হন। তাদের স্মৃতির গভীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ আহতদের সুুচিকিৎসা নিশ্চিতের আহŸান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল সদরঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে এসে শেষ হয়।

র্বাতা প্ররেক: সকেন্দার হায়াৎ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...