প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শ্রমিকের জন্য আলাদাভাবে কোন খাত বরাদ্দ না দেয়া এবং রেশনের ঘোষণার না করায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আশুলিয়ায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২৮ জুন শুক্রবার সকালে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি- শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল, বিশেষ অতিথি শ্রমিক নেত্রী শবনম হাফিজ, শ্রমিক নেতা হারুন সরকার, মীর তরিকুল ইসলাম ও আশুলিয়া থানা কমিটির সভাপতি- করিম শেখ।
এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষনা করেছে। ১৯৭২-১৯৭৩ সনে প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা, ৫৩ বছরে জাতীয় বাজেটের আর্থিক আকার বর্তমানে ১০১৪ গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছ ৫.৭ শতাংশ এবং মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা ঘোষনা করা হয়েছে। এই হিসেবে মাসিক মাথাপিছু আয় দাড়াবে ২৫, ৫১২/- টাকা।
এই মাথাপিছু আয়, জিডিপি উন্নয়নমুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শিরোনামের বাজেট শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন বা অগ্রগতি ঘটায়নি। দেশ-বিদেশের মাথাপিচুর আয়ের এই খতিয়ান প্রচার করা হলেও বাস্তবে গোয়ালে নাই।
তিনি বলেন, ১৯৭২ সালে কোটিপতির সংখ্যা ছিল মাত্র ৫ জন, ২০২৩ সালে ১ লক্ষ ১৩ হাজার ৯ শত জন। সিন্ডিকেট ব্যবসায়িরা খাদ্য প্রব্যের দাম বাড়িয়ে বছরে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা শ্রমিকদের পকেট থেকে লুটে নিচ্ছে। শ্রমিকদের শ্রমশক্তি নিংড়ে মালিকরা কোটিপতির খাতায় নাম লেখাচ্ছে। যা বৈষম্য সৃষ্টি করছে।
আমরা দাবি করেছি শ্রমিকদের জন্য রেশনের জন্য, যার ফলে দেশের উৎপাদনে জন্য শ্রমশক্তি জোগাতে সহায়ক হবে। কিন্তু সরকার তা করেনি। তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি বাজেট চুড়ান্ত অনুমোদনের আগে আমাতের দাবি মেনে শ্রমিকদের জন্য রেশনের বরাদ্দ করতে হবে।
জাতীয় বাজেটে শিল্প বাজেট, কৃষি বাজেট, স্বাস্থ্য বাজেট, শিক্ষা বাজেট, প্রতিরক্ষা বাজেট ইত্যাদি বাজেট থাকলেও আলাদাভাবে শ্রমিকদের জন্য কোন বাজেট বরাদ্দ নেই। সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং প্রতিষ্ঠানে ১৪ লক্ষ কর্মকর্তা ও কর্মচারিদের জন্য শুধু বেতন-ভাতার ব্যয় বরাদ্দ ৮১ হাজার ৫ শত ৮০ কোটি টাকা। কিন্তু বাজেটের এই টাকার অংক অথবা ১০% বরাদ্দ দিলে বাংলাদেশের গার্মেন্টস সহ ৬ কোটি শ্রমিকের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করে শ্রমজীবী মানুষকে খাদ্য নিরাপত্তার সুরক্ষা দেয়া সম্ভব। ##