• আপডেট টাইম : 04/11/2022 12:45 AM
  • 283 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২২ এ অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘটে ডাকলে বা সমর্থন দিলে এক বছরের কারাদন্ডের বিধান রেখে অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২২ এর খসড়া ৩১ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি হাবীবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এটি আইনে পরিণত হলে পরিষেবা খাতের সাথে যুক্ত শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আইন অনুযায়ী ধর্মঘট ডাকতে পারবে না। অথচ বাংলাদেশ শ্রম আইনে ধর্মঘট করার অধিকার প্রদান করা হয়েছে। নেতৃদ্বয় বলেন, পরিষেবা আইন-২০২২ এর মাধ্যমে সরকার শ্রমিকদের ধর্মঘট ও ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত করতে চায়।

বিবৃতিতে আরো বলা হয়, এই আইনের মাধ্যমে যে কোন খাতকে অত্যাবশ্যকীয় পরিষেবা খাতের অন্তর্ভুক্ত করারক্ষমতা নেয়ার মাধ্যমে সরকার শ্রমিক আন্দোলনকে দমন করার পাঁয়তারা চালাচ্ছে। মোবাইল আর্থিক সেবা, বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, বিপণন এবং গ্যাস ও কয়লার সাথে পরিবহনসহ অন্যান্য সেবা খাতকে যুক্ত করার মাধ্যমে সরকার ট্রেড ইউনিয়ন কর্মকান্ড সংকুচিত ও দমন করার তৎপরতা অগ্রসর করছে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন। নেতৃবৃন্দ এই আইনকে চূড়ান্ত করার লক্ষয়ে সংসদে উত্থাপিত না করে তা বাতিল করার দাবি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...