শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার ও জীবন-যাপন উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। সংগঠনির নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি মালিকানাধীন শিল্প-প্রতিষ্ঠানে অপকৌশলে শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করছে।
মহান মে দিবস উপলক্ষে্য আয়োজিত শ্রমিক সমাবেশ ও মে ডে র্যালি থেকে এ দাবি জানানো হয়।
১ মে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সহ-সভাপতি মিসেস সুইটি, সেলিনা হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি, দপ্তর সম্পাদক রাবেয়া ইসলাম, মিরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম, সংগঠক জোসনা, সালমা, রোকসানা, আমেনা, সোনিয়া প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন, জাতীয় প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রাজা ও বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার।
সভাপতির বক্তব্যে সুলতানা বেগম বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’। প্রতি বছর মে দিবসে আমরা সেই সংগ্রামের ইতিহাস স্মরণ করি এবং নতুন সমস্যা সমাধানে যুক্তি, প্রেরণা ও শক্তি পাবার জন্য এ বছর মে দিবস এসেছে প্রবৃদ্ধি ও বৈষম্যের একটি কঠিন পরিস্থিতিতে।
মে দিবসের উৎপত্তি মূলত: শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য। মে দিবস শ্রমিক-মালিক তথা রাষ্ট্রের সামগ্রিক বিকাশে উৎপাদনশীলতার প্লাটফর্ম। ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে আইনগত বাঁধা না থাকলেও অপকৌশলে শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে শ্রমজীবি মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যদী ক্রয়ক্ষমতার বাহিরে। শ্রমজীবি মানুষের বেঁচে থাকার জন্য জীবন-যাপন উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে এবং আসন্ন-২০২২-২০২৩ জাতীয় বাজেটে শ্রমিকের পেনশন, আবাসন, রেশন, মাতৃত্বকালীন সুবিধার জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে।