• আপডেট টাইম : 11/04/2022 09:45 PM
  • 740 বার পঠিত
  • মো. কামরুজ্জামান, আশুলিয়া
  • sramikawaz.com

 

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন আটকে আছে প্রায় দেড়মাস যাবত। শ্রমিকদের বকেয়াদি পরিশোধ না করেই শেষমেষ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।কারখানার ভাড়া নেয়া ফ্লোরটিও এ মাসের ১ তারিখ থেকে ছেড়ে দিয়েছে। কারখানার মেশিন সহ সকল মালামাল বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। তবে সেখানে এসে এ সিদ্ধান্তে বাগড়া বাঁধানোর অভিযোগ উঠেছে জনপ্রতিনিধি গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোন্তাজের বিরুদ্ধে। কারখানার সামনে দুদিন ধরে বেতনের আশায় অবস্থান নিয়ে রয়েছে শ্রমিকেরা।

১১ এপ্রিল সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার মোজারমিল এলাকায় চন্দ্রপুরী এ্যাপারেলস লিমিটেড কারখানায় গিয়ে এ চিত্র দেখা যায়।

জানা যায়, গত ৫ থেকে ৬ মাস আগে এই এলাকায় স্থানীয় তাহেরের কাছ থেকে একটি টিনশেড ফ্লোর ভাড়া নেয় কারখানার মালিক মিজানসহ আরও ৩ জন। পরে সেখানে তারা শ্রমিকদের নিয়োগ প্রদান করে। হুট করে শ্রমিকদের বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারখানার ভাড়া নেয়া ফ্লোরটিও ততদিনে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। বকেয়া বেতনের অসহায়ত্ব নিয়ে ১০ এপ্রিল কারখানার মালিক মিজানকে অবরুদ্ধ করে শ্রমিকেরা। পরে শ্রমিকনেতাদের সামনেই কারখানার মালামাল বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় মালিক। ওইদিনই মালামাল কিনে নেয়ার লোকও খুজে পাওয়া যায়। সিদ্ধান্ত হয় সন্ধ্যার পর সমস্ত বকেয়া পরিশোধ করা হবে। এর মাঝেই কারখানা থেকে ঘুরে যায় পার্শ্ববর্তী এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোন্তাজ। ওইদিন রাতে মালামালের ক্রেতারা টাকা গুছিয়ে না উঠতে পারায় সিদ্ধান্ত হয় সোমবার সকাল ১০ টায় বেতন পরিশোধ করা হবে। বিকাল থেকেই কারখানার কিছু মেশিন কারখানার বাইরে কিছু মেশিন বাইরে পড়েছিল। শ্রমিকরা সেই মেশিন নিজেরাই পাহাড়া দিয়ে রাখে।

শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে একাত্মতা প্রকাশ করেছে কিছু শ্রমিক সংগঠন। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, সোমবার সকালে বেতন দেয়ার কথা মেনে নিয়ে শ্রমিকেরা বাসায় ফিরে যায়। সোমবার সকালে মালিক মিজান উপস্থিত না হওয়ায় শ্রমিকরা হতাশ হয়ে পড়ে। পরে আমরা জানতে পারি মোন্তাজ কাউন্সিলর মালিক মিজানকে মেশিন বিক্রিতে নিরুৎসাহিত করছে। জমির মালিক তাহের নিজেও মিজানকে আনার চেষ্টা করে কাউন্সিলরের কাছ থেকে আনতে পারেননি। মালিক টাকা পরিশোধ করতে চাইলেও কাউন্সিলর মোন্তাজই তাকে প্রশ্রয় দিয়ে রেখেছে। মোন্তাজ শ্রমিক বান্ধব লোক নন। এতগুলো শ্রমিক যদি পাওনা না পায় তারা কি করে সংসার চালাবে। এই কারখানার কোন কাগজপত্রই নেই। তাদের ট্রেড লাইসেন্সটা পর্যন্ত নেই। মালিক যদি হারিয়ে যায় এই শ্রমিকদের টাকা কে দিবে। আমরা শুনেছি এই কারখানার আরও ৩ জন মালিক আছে। তারা আগেই পালিয়ে গিয়েছে।

অভিযুক্ত কাউন্সিলর মোন্তাজের পূর্বপরিচিত মালিক মিজান। সোমবার সকালে মিজান তার সাথেই ছিল বলে জানা যায়।

এ ব্যাপারে কাউন্সিলর মোন্তাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিজানকে আটকায় রেখে আমার লাভ কি? আমি তাদেরকে(শ্রমিক) বলছি তো টাকা দেওয়া হবে। তারা এত পাগল ক্যা? অন্যান্য ফ্যাক্টরি তো ২ মাস পরে বেতন দেয়, তাতে কি হইছে? মালিক একটু দূর্বল দেইখা ওর সমস্যা, নাকি? অনেক ফ্যাক্টরি ৩ মাস পর বেতন দেয়, স্টাফদের দেয় ৬ মাস পরে তাই বইলা কি মেশিন বেইচা হালায়? ওয়ার্কাররা কি মেশিন বেইচা হালায়? বাংলাদেশ কি মগের মুল্লুক? ও বেতন পাইছে, ও ট্যাহা নিব। শিপমেন্টের ঝামেলা থাকতে পারে! মার্কেটে ট্যাকাও থাকতে পারে, ওরা এক্কেরে পাগল হয়া গ্যাছেগা। মালিক দূর্বল দেইখা, নাকি? মালিক মেশিন বিক্রি করে দিতে রাজি হলেও আপনি কেন বাঁধা দিচ্ছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কেন আটকায় রাখবো? আমি তো জানিইনা উডা। মালিকরা তো আমার সাথে কথা বলছে যে স্যালারী দিব তারা।

এ বিষয়ে কারখানাটির জমির মালিক তাহের বলেন, গত মাসে গার্মেন্টসের লোকজন ফ্লোর ছেড়ে দিছে। ১ তারিখ চলে যাওয়ার কথা। আমি নতুন পার্টিকে ফ্লোর ভাড়া দিয়েছি। তারা এখানে ফ্রিজের গোডাউন করবে। আজকে মাসের ১১ তারিখ হলেও এখনো তারা যেতে পারেনি। এদিকে আমার অন্য পার্টি তাদের মালামাল নিয়ে হাজির হয়েছে। তারাও এখন গাড়ি ভর্তি মালামাল নিয়ে কারখানার সামনে দাঁড়িয়ে আছে। কিছু ফ্রিজ ঢুকাতে পারলেও বাইরে আরও কয়েক গাড়ি অপেক্ষা করছে। আমি নতুন ভাড়াটিয়া তুলতে না পারলে তো আমারও লস। আমি চাই শ্রমিকদের বেতন পরিশোধ করে দ্রুত আমার জায়গা খালি করুক।

এ বিষয়ে শিল্প পুলিশ-১(আশুলিয়া) এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, আমি এ ঘটনা জানি। সে হিসেবে আইন শৃংখলা রক্ষার স্বার্থে সেখানে পুলিশ ফোর্স ডেপ্লয় করা আছে। তবে কোন পক্ষই আমার কাছে আসেনি বা অভিযোগ প্রদান করেনি। তারা চাইলে আইনী পথেও এগোতে পারে, চাইলে মীমাংসায়ও বসতে পারে। আমার কাছে সমাধান চাইলে আমি অবশ্যই সহায়তা করবো।

সোমবার বিকেল ৫ টায় সর্বশেষ খবর পাওয়া অব্দি কারখানাটির জিএম এবং ভবন মালিক দায়িত্ব নিয়ে কারখানার মালামাল বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...