• আপডেট টাইম : 18/02/2022 08:07 PM
  • 756 বার পঠিত
  • এমএ শাহীন, নারায়নগঞ্জ
  • sramikawaz.com

 

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও শ্রমিক ছাঁটাই, মামলা-হয়রানি বন্ধ করাসহ কুনতং অ্যাপারেলস (ফ্যাশান সিটি) শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে
শ্রমিক সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এমডব্লিউ স্কুলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নেতা দিলীপ কুমার দাস।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি আ. হাই শরীফ ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস ‌‌প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন লাগামহীনভাবে বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে শ্রমজীবি সাধারণ মানুষের পকেট লুপাট করে নিচ্ছে। সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাদেরকে আরো উস্কে দিচ্ছে। এতে প্রমাণিত হয় বর্তমান সরকার শ্রমিক মেহনতি সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ী ও মালিক গোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থির মধ্যে বেড়েছে পরিবহন ভাড়া ও ঘর ভাড়া। ফলে জনজীবনের ব্যয় বেড়েছে কয়েক গুণ। দৈনন্দিন জীবনের ব্যয় সামাল দেয়ার জন্য শ্রমিকদের মজুুুরি বাড়ারনো হয়নি।

শ্রমিকরা চরম সংকটে দিনাতিপাত করছে উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, দিন-রাত পরিশ্রম করে শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে তাদের দুবেলা দুমুঠো ডাল-ভাত খেয়ে জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না। আধপেটা খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। পরিবারের ন্যূনতম চাহিদা মেটাতে শ্রমিকদের এখন অতিরিক্ত কাজের ঝুঁকি নিতে হচ্ছে। তাদের এই সংকটের সুযোগ নিয়ে শিল্প কারখানার মালিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের পরিবর্তে শ্রমিকদের দিয়ে দ্বিগুণেরও বেশি সময় কাজ করিয়ে নিচ্ছে। সাপ্তাতাহিক ছুটির দিনেও শ্রমিকদের বিশ্রাম নেয়ার সুযোগ দেয়া হচ্ছে না।

জোরজবরদস্তি ওভারটাইম ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। মাত্রাতিরিক্ত কাজের চাপে শ্রমিকরা মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। মালিকদের এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। শ্রমিকরা কোন কথা বললে চাকুরি থাকে না। মামলা হয়রানি করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। তীব্র আন্দোলন গড়ে তুলে উপযুক্ত জবাব দেয়ার আহবান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন, গার্মেন্টসে অর্ডার বেড়েছে ফলে রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে, জিডিবি বাড়ছে সরকারের হিসেব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে কিন্তু শিল্প কারখানার শ্রমিকদের মজুরি বাড়ে নাই। সারাদেশের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি তুলেছে কিন্তু সরকার কর্ণপাত করছে না। আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস বন্ধ করা হয়েছে এক বছর পেরিয়ে গেছো আজো শ্রমিকদের বকেয়া বেতন ও আইনি পাওনা পরিশোধের ব্যবস্থা নেয়া হয়নি। এতে শ্রমিকদের মনে চরম ক্ষোভের জন্ম নিচ্ছে। এই ক্ষোভ বিক্ষোভে রূপান্তরিত হলে পরিণতি ভালো হবে না। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই কুনতং শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ, শ্রমিক ছাঁটাই, মামলা-হয়রানি বন্ধ করাসহ বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে শ্রমজীবি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...