সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২১ জানুয়ারি বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগটনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলার অন্যতম সংগঠক মিজানুর রহমান।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ১৯৮২ সালে ১৮ জানুয়ারি শ্রমিক আন্দোলনে বিপ্লবী ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশের পর শ্রমিকদের প্রতিটি সমস্যায় শ্রমিক ফ্রন্ট তাদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করেছে। সমস্ত ধরণের শোষণের বিরুদ্ধে লড়াই করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশের ৬ কোটি ৮২ লাখ শ্রমিক কৃষি-শিল্প, সেবা খাতে কাজ করে। তাদের শ্রমে দেশের জিডিপি, মাথাপিছু আয়, রপ্তানি আয় বাড়ে। সরকারের হিসেবে এখন মাথাপিছু আয় ২৫৫৪ ডলার। তাহলে ৫ সদস্যের এক পরিবারের মাসিক আয় হওয়ার কথা ৯২ হাজার টাকারও বেশি। কিন্তু কতজন শ্রমিক মাসে এই পরিমাণ টাকা আয় করতে পারে? গার্মেন্টস, চা, রি-রোলিং শ্রমিকদের মজুরি পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম। অথচ মালিকদের বাড়ি-গাড়ি, ব্যাংকের টাকা, বিদেশে সম্পদ সব বাড়ছে। ১৮৮৬ সালে শ্রমিকরা আন্দোলন করেছিল ৮ ঘণ্টা কাজের দাবিতে কিন্তু আজ সংসার চালানোর জন্য তাদের ১২-১৪ ঘণ্টা কাজ করতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, অসংগঠিত শ্রমিক সবসময় অসহায়। তাই ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইনের জন্য শ্রমিকরা আন্দোলন করছে দীর্ঘদিন থেকে। ২০০৬ সালে প্রবর্তিত এবং ২০১৮ সালে সংশোধিত শ্রম আইনের ১৭৯ ও ১৮০ ধারার মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সংকুচিত করা হয়েছে। আইনের ২৩ ও ২৬ ধারার বলে মালিকের হাতে শ্রমিক ছাঁটাই করার অসীম ¶মতা দেয়া হয়েছে। কর্ম¶েত্রে শ্রমিকের মৃত্যু হলে ¶তিপূরণ মাত্র ২ লাখ টাকা। যারা অসংগঠিত খাতে কাজ করেÑহালকা যানবাহন, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক, পরিবহণ, তাঁত, পাদুকা, দিনমজুর তাদের অবস্থা আরও ভয়াবহ। শ্রম আইনে তাদের জন্য সুর¶া বলতে কিছু নেই কিন্তু হয়রানি ও নির্যাতনের ব্যবস্থা করে রেখেছে। হাড়ভাঙা পরিশ্রম করেও যখন সংসার চলে না, যখন মানুষ হিসেবে মর্যাদা থাকে না তখন শ্রমজীবী মানুষ প্রতিবাদ কওে, তখন মালিক এবং সরকার আইন, পুলিশ, মাস্তান দিয়ে শ্রমিকদের দমন করার চেষ্টা চালায়।
কমরেড রতন বলেন, আন্দোলনের চাপে মজুরি বাড়ালেও জিনিসপত্রের দাম, বাসাভাড়া, চিকিৎসার খরচ বাড়িয়ে তা আবার শ্রমিকদের কাছ থেকে কেড়ে নেয়। ফলে মজুরি বৃদ্ধির আন্দোলনের সাথে আবাসন-রেশন, চিকিৎসা, শি¶ার অধিকারের আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে দমন-পীড়ন মোকাবিলা করে সমাজ পরিবর্তনের ল¶্যে আদর্শভিত্তিক সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। পুঁজিবাদীরা মুনাফার জন্য সব কিছু করতে পারে। মুনাফার জন্য শ্রমিক ঠকায়, খাদ্য-ওষুধে ভেজাল দেয়, দাম বাড়ায়, নির্বাচনে ভোট কেনাবেচা করে মানুষের চরিত্র নষ্ট করে। ল¶ কোটি শ্রমিক যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সে কারণে আইন তৈরি করে। শ্রমিকের অধিকারের আদায়ের আন্দোলনকে তাই পুঁজিবাদী সমাজ পাল্টানোর আন্দোলনে পরিণত করতে হবে। এ উদ্দেশ্যে সমাজতাšি