• আপডেট টাইম : 31/12/2021 10:59 PM
  • 657 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, জামগড়া
  • sramikawaz.com


আশুলিয়া ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিঃ কারখানায় নারী শ্রমিক কে গনধর্ষনের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা কমিটির উদ্দোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

৩১ ডিসেম্বর ২১ শুক্রবার বিকেলে জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুিয়া থানা কমিটির বাবুল আক্তারের সভাপতিত্বে জিহাদুল ইলামের পরিচালনায় বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় সভাপতি শ্রমিক তাছলিমা আক্তার লিমা সাধারন সম্পাদক জুলহাস হাসান বাবু এবং আশুলিয়া থানা কমিটির নেত্রীবৃন্দ।

বক্তরা বলেন, আশুলিয়া সহ বিভিন্ন শিল্পান্চলে গার্মেন্টস কারখানায় কাজ বেশীর ভাগ শ্রমিক নারী। আজ নারীরা কর্মস্থলে গনধর্ষনসহ হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে। কারখানায় নারীদের কর্মপরিবেশ নেই। কর্মস্হলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এবং ইয়াগী গার্মেন্টস কারখানায় যে নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছে তা সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চত করা সহ শ্রমিকদের ভিবিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...