• আপডেট টাইম : 22/10/2021 09:41 PM
  • 559 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, নারায়নগঞ্জ
  • sramikawaz.com

দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি শ্রমজীবি মেহনতি মানুষ। তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই নিহিত দেশের ভবিষ্যৎ ও আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আমাদের দেশের শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার, সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে বঞ্চিত তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিকদের আইনি অধিকার বাস্তবায়ন সহ জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সু-সংগঠিত শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)'র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর টিইউসি'র জেলা কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ। বক্তব্য রাখেন টিইউসি'র কেন্দ্রীয় কমিটির নেতা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য জাকির হোসেন, এম এ শাহীন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন শ্রমিক ছাঁটাই নির্যাতন নিত‌্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চাকুরিচ্যুত শ্রমিকদের আইনি ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। কারখানা মালিকরা বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র দেয় না। কাজের সময়সীমা ও ছুটির বিধান মানে না। শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করতে দেয় না। ফলে শ্রমিকরা ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দর-কষাকষিও করতে পারে না। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এখনো উপেক্ষিত। কারখানায় কাজ করে শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরার কোন নিশ্চয়তা নেই। নারী-পুরুষের সমকাজে সমমজুরি দেয়া হয় না বৈষম্য তৈরি করা হয়েছে। নিপীড়নের মাধ্যমে শ্রমিকদের শ্রমদাসে পরিণত করা হয়েছে।

তারা আরো বলেন ট্রেড ইউনিয়ন শ্রমিকদের আইনগত স্বীকৃত অধিকার। ট্রেড ইউনিয়ন একদিকে যেমন শ্রমিকদের সুসংগঠিত করে, অন্যদিকে শিল্পকারখানায় সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। যেকোনো রাষ্ট্রের সঠিক গণতান্ত্রিক সমাজব্যবস্থার বিকাশ এবং তাকে শক্তিশালী ও টেকসই করতে রাষ্ট্রের উৎপাদিকা শক্তি মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষণে অপরিহার্য হাতিয়ার হিসেবে ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়নের বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের দ্বারপ্রান্তে। দেশকে মধ্যম আয়ের বা উন্নয়নশীল দেশে উন্নীত করার অন্যতম মূল কারিগর হচ্ছে শ্রমজীবি মেহনতি মানুষ। কিন্তু যাদের শ্রমে ও ঘামে দেশ উন্নত হচ্ছে সেই শ্রমজীবি মানুষের জীবনমান এখনো দারিদ্র্যসীমার নিচেই রয়ে গেছে।

মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিলো সাধারণ মানুষসহ শ্রমজীবি মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করে একটি বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করা। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও শ্রমজীবি মানুষের যে দুরবস্থা তা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এটা মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই শ্রমজীবি মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তাসহ জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি আদায়ে সু-সংগঠিত শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...