• আপডেট টাইম : 26/09/2021 04:33 PM
  • 616 বার পঠিত
  • আওয়াজ প্রতবিদেক,
  • sramikawaz.com

 

 

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসির চট্টগ্রাম আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর রোববার সকালে চট্টগ্রামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়। আইবিসির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুব সম্পাদক বাবুল আক্তার, কেন্দ্রীয় নেতা চন্দন কুমার দে, রাশেদুল আলম রাজু।

সভায় আগামী ১ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।কমিটির ১৬ সদস্য নেতৃ্বৃন্দ হলেন :

১) সভাপতি: মো. এস কে আব্দুল মান্নান।

২) সহ-সভাপতি: মো.  বাবু

৩) সহ-সভপতি:  মো. বেল্লাল হোসেন

৪) সাধারণ সম্পাদক: মো. ফয়েজ আহমেদ

৫) সহ-সাধারণ সম্পাদক: মো. সাগর

৬)সহ- সাধারণ সম্পাদক: মো. সোহেল হক

৭)কোষাধ্যক্ষ : মো. আমির খসরু

৮) সাংগঠনিক সম্পাদাক: জিয়াউল হক সুমন

৯)প্রচার সম্পাদক: আব্দুল জলিল ভূইয়া

১০) দপ্তর সম্পাদক: কে এম শহিদউল্লাহ

১১) নারী ষয়ক সম্পাদ: এ্যাড: সোনিয়া

১২) যুব বিষয়ক সম্পাদক; দুলাল হোসেন রনি

সদস্য:  

১৩)মো.  হারুন অর রশীদ

১৪)মো. শাহনেওয়াজ চৌধুরী

১৫)মো. নুরুল আফসার

১৬)মো. সাদেকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...