• আপডেট টাইম : 04/09/2021 06:31 PM
  • 635 বার পঠিত
  • শেখ হাসান আলী
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিক সমনাবয় পরিষদ পুনর্গঠিত হয়েছে। পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। পূনগঠিত কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন আহবায়ক জেড এম কামরুল আনাম। সদস্য সচিব হয়েছেন আবুল হোসেন এবং সহ সদস্য সচিব নূর ইসলাম। সমনাবয় পরিষদের সদস্য হয়েছে ৪০টি নিবন্ধিত টেড ইউনিয়ন।
৪ সেপ্টেম্বর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ পূনর্গঠন হয়।
গার্মেন্টস শ্রমিক সমনাবয় পরিষদের সদস্য সচিব বদরুদ্দোজা নিজামে মৃত্যুতে এ কমিটি পুনর্গঠন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...