• আপডেট টাইম : 11/01/2021 10:03 PM
  • 503 বার পঠিত
  • মোঃকামরুজ্জামান, সাভার (ঢাকা) থেকেঃ
  • sramikawaz.com

 ঢাকার জেলার সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা করার প্রতিবাদে সমাবেশ করেছে শ্রমিক সংগঠন ও বামপন্থি সংগঠনগুলো।

সোমবার ১১ জানুয়ারি সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এর রানা প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ প্রতিরোধ শহীদ বেদী রক্ষা কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশে সাভারের সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতা শাহ আলম বলেন, জোর করে কখনো রানা প্লাজার সামনে অবস্থিত শহীদ বেদী ভেঙ্গে ফেলতে দেওয়া হবে না। কেউ ভাঙ্গার চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছেন সড়ক ও জনপদ বিভাগ। রানা প্লাজার সামনে যেখানে শহীদ বেদী রয়েছে তার সামনে দিয়ে ড্রেন নির্মাণ করা হলে শহীদ বেদীটি ভেঙ্গে ফেলে দেওয়া হতে পারে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বর্তমানে ওই স্থানে ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সংগঠনগুলো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, সাভার থানা কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌসী আঁখি, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনির, সিপিবির সাভার উপজেলার কমিটির নেতা সাজেদা ইসলাম সাজু, রানা প্লাজার শ্রমিক হৃদয়, ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ রানা প্লাজার আহত শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...