• আপডেট টাইম : 10/01/2021 12:39 AM
  • 691 বার পঠিত
  • মোঃ কামরুজ্জামান, সাভার (ঢাকা) থেকে
  • sramikawaz.com

 সাভারের আশুলিয়ায় শ্রমিক ও শ্রমিক নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

শনিবার ৯জানুয়ারি সকাল ১১ টায় সাভারের আশুলিয়া বাইপাইল করিম সুপার মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্যক্ষ, গত ৮ জানুয়ারি সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে আশুলিয়ার ইপিজেড এলাকায় অবস্থিত শাহীন ফ্যাশন লিঃ এর শ্রমিকদের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। নির্ধারিত ঘোষণা অনুযায়ী শ্রমিকরা আশুলিয়া প্রেস ক্লাবের সামনে উপস্থিত হলে সে সময় অজ্ঞাত সন্ত্রাসীরা উপস্থিত সিভিল শিল্প পুলিশ সহ সকলের ওপরে হামলা করে।

হামলার প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় আশুলিয়া শ্রমিক সংগঠন সমূহের ব্যানারে বিক্ষোভ সমাবেশ উনুষ্ঠিত হয় হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া শাখা কমিটির সভাপতি আল কামরান,আব্বাস উদ্দিন,মিজানুর রহমান, আনিসুর রহমান, রাকিবুল ইসলাম সোহাগ,ইমন শিকদার, আহমেদ জীবন,খোরশেদ আলম, কবির খান মনির,শেখ মিজান,আল মামুন মন্ডলসহ সাহাদাত হোসেন স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...