• আপডেট টাইম : 11/12/2020 08:13 PM
  • 610 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

আজ ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ. কাদের হাওলাদার। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল খান।

কাউন্সিল অধিবেশনে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং কবি মোহন রায়হান, আনোয়ারুল ইসলাম বাবু, মাহাতাবউদ্দিন সহিদ প্রমুখ। উক্ত কাউন্সিলে শ্রম অধিদপ্তরের ২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে বন্ধকৃত পাটকল চালু, চিনিকল বন্ধ করার ঘোষণা প্রত্যাহার, গার্মেন্টস, পাদুকা, নির্মাণ, বডি বিল্ডার্সসহ সকল শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। জাতীয় ন্যূনতম মজুরী ঘোষণা, করোনাকালীন সময়ে চাকুরীচ্যুত শ্রমিকদের পুনর্বাসন করতে হবে।

উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আ. কাদের হাওলাদারকে সভাপতি, বাদল খানকে সাধারণ সম্পাদক, সৈয়দ খালেদ হায়াতকে কার্যকরী সভাপতি, মাহাতাবউদ্দিন সহিদকে যুগ্ম সাধারণ সম্পাদক, শামসুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...