• আপডেট টাইম : 09/12/2020 12:26 AM
  • 484 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শ্রমিক ও শিক্ষকদের উপর পুলিশ কর্তৃক লাঠিচার্জ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়াদের উঠিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, হামলা-নির্যাতন করে শ্রেণি-পেশার জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না। জনগণের ওপর সরকারের নির্দেশে পুলিশের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এর আগে রোববার দিবাগত ভোররাতে প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শ্রমিক ও শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
সুত্র জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...