• আপডেট টাইম : 27/11/2020 05:24 AM
  • 565 বার পঠিত
  • বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে আজ বৃহস্পতিবার এ ক্যাম্পটি প্রত্যাহার করা হয়।


দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ভোকেশানাল টেনকিক্যাল স্কুল ও কলেজের আবাসিক ভবনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর র‌্যাব-১২ এর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। পরে সেখান থেকে র‌্যাব সদস্যদের প্রত্যাহার করা হলে পুলিশ ক্যাম্প হিসেবে কার্যক্রম চলে। দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলার পর হঠাৎ ক্যাম্পটি প্রত্যাহার হওয়ায় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, হোসেনাবাদ দৌলতপুর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা। এখানে পুলিশ ক্যাম্প থাকায় নিরাপদে চরাঞ্চলের মানুষসহ বিভিন্ন এলাকার মানুষ দিন-রাত নির্বিগ্নে চলাচল করেছে। নিরাপদে বসবাস করছে। হঠাৎ করে ক্যাম্পটি প্রত্যাহার হওয়ায় তাদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে।


হোসেনাবাদ পুলিশ ক্যাম্প প্রত্যাহারের বিষয়ে দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, পুলিশ সুপারের নির্দেশে হোসেনাবাদ পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...