• আপডেট টাইম : 24/11/2020 11:59 AM
  • 701 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

 


কুষ্টিয়ার দৌলতপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার বিকেলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনি অনুষ্ঠানে মেলায় অংশ গ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ অংশ নেওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা। অনুষ্ঠান পরিচালনা করেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক। শেষে কলেজ দৌলতপুর কলেজ ও স্কুল পর্যায়ে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মেলায় অংশ নেওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...