• আপডেট টাইম : 09/11/2020 04:22 AM
  • 514 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

রাষ্ট্রীয় পাটকলসহ কলকারখানা রক্ষা, করোনাকালীন সুরক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে।

স্কপ ঘোষিত কর্মসূচী অনুযায়ী ৯ অক্টোবর সোমবার বিকাল-৩ ঘটিকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কার্যালয় মালগুদামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সভায় স্কপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ময়মনসিংহ জেলার পক্ষে স্কপের অন্তর্ভুক্ত জাতীয় ফেডারেশন জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জাতীয় শ্রমিক জোট এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিনিধিত্ব করবে।
প্রতিনিধি সভায় ফেডারেশন/ইউনিয়নের প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য স্কপ ময়মনসিংহের নেতৃবৃন্দ আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...