• আপডেট টাইম : 04/11/2020 01:05 AM
  • 464 বার পঠিত
শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে্য নারায়নগঞ্চে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮ টায় বিসিকে পেনট্যাক্স ড্রেস লি. এর সামনে শহিদ আমজাদ হোসেন কামাল এর মৃত্যুস্থলে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পন এবং বিসিক ২ নং গলিতে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমš^য়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মণ্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলার সদস্য হুমায়ুন কবীর, এমএ শাহীন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম শরীফ, শহিদুল আলম নান্নু ও কাউসার হামিদ।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লার বিসিকে প্যানটেক্স ড্রেস লি. এর শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ, ওভার টাইমে দ্বিগুন মজুরি, দুই ঈদে দুই বোনাসসহ ১৮ দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় ঐ কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল। এ আন্দোলন নারায়ণগঞ্জ এর সমস্ত গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে রূপ নেয়। তীব্র আন্দোলনের মুখে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।

 

বিকেএমইএ অফিসে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের দিন হিসাবে ৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হয়।

 

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করেছে। তা এখনও সর্ম্পূণ বাস্তবায়ন হয়নি। জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার মূল্যে এ মজুরি অসংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। শ্রম আইনের অপপ্রয়োগ করে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। শ্রম আইনের শ্রমিক স্বার্থ¯ বিরোধী ধারাসমূহ বাতিল করতে হবে। স্কপের প্রস্তাবনা অনুযায়ী বিধিমালা সংশোধনী আনতে হবে। আমজাদ হোসেন কামাল এর আত্মত্যাগের সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...