• আপডেট টাইম : 02/08/2025 07:50 PM
  • 159 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মিন্টু রহমান (৩৪) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিন্টু রহমান গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, মিন্টু রহমান নিজ বাড়িতে মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শুক্রবার রাতে মিন্টু তার দোকান বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অন্যান্য দিনের ন্যায় নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে বাড়ির দেয়াল টপকিয়ে মানকিটুপি ও মুখে গামছা বাঁধা ৪ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল মিন্টুসহ তার স্ত্রী রুপালী খাতুন (৩২) এবং তার জমজ দুই মেয়ে জিমিয়া (৯) ও লামিয়া (৯) কে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে মিন্টুর মুখ ও হাত বেঁধে চাাবি নিয়ে ঘরে থাকা আলমারি খুলে নগদ ৪৬ হাজার টাকা, স্বর্ণের চেইন, একজোড়াস্ব র্ণের দুল, একজোড়াস্ব র্ণের চুরি, মেয়েদের দুই জোড়াস্ব র্ণের দুলসহ দোকানের পণ্য সামগ্রী লুট করে। লুট হওয়া ¯^র্ণালংকার ও দোকানের পণ্যের মূল্য ২ লক্ষ ২৬ হাজার টাকা বলে মিন্টু তার অভিযোগে উল্লেখ করেছেন।

মিন্টু রহমান জানান, ডাকাত ৪ জনের মাথায় মানকিক্যাপ ও মুখে গামছা বাঁধা ছিল এবং পরনে থ্রি কোয়াটার প্যান্ট ও গায়ে কালো শার্ট ছিল। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

ডাকাতদল চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনা জানতে পারে।

ডাকাতিরর ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ডাকাতির ঘটনার বিষযে আমি এখনো কিছু জানি না, তবে অভিযোগ দিয়ে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...