• আপডেট টাইম : 02/08/2025 06:09 PM
  • 42 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে আশ্রায়ন বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া সংলগ্ন নদীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ভারতীয় ৮ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়াও শুক্রবার (০১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর মাঠ ও চিলমারী ইউনিয়নের শান্তিপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল মদ, ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ৮০ পিস আতশবাজি উদ্ধার করে বিজিবি’র টহল দল।

পৃথক অভিযানে উদ্ধার ও জব্দ হওয়া বিভিন্ন প্রকার মাদক, কারেন্ট জাল এবং আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৩১ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

পরে জব্দকরা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়।

মাদক উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুশের্দ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...