• আপডেট টাইম : 15/07/2025 10:57 PM
  • 272 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com


‘এসো হে অপারের কান্ডারি’‘ আর কি বসবো এমন সাধুর সাধবাজাওে ’লালনসাঁইজির এই আধ্যত্ম বানীকে প্রতিপাদ্য কওে প্রয়াত ফকির রঞ্জনা ওরফে বুড়িমা’র তিরোধান বার্ষিকী স্মৃতি স্মরণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিভৃত পল্লী পাককোলার ‘আনন্দ ধামে’ অনুষ্ঠিত হলো সাধুসঙ্গ। আত্মশুদ্ধি, জ্ঞানযোগ আর গুরু কর্মেও মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় এ সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা কওে দেশের নানা প্রান্ত থেকে সাধু, লালন ভক্ত ও বুড়িমা’র অনুসারীরা যোগ দেন সাধুসঙ্গ অনুষ্ঠানে। সাধুসঙ্গ অনুষ্ঠানে ফকির লালন সাঁইজির গীত জ্ঞান সুধা পরিবেশন করেন প্রবীণ সাধু ফকির নহির শাহ্ সহ আনন্দ ধামে আসা বাউল-সাধুুগণ।


সাধুদের মতে সাধুসঙ্গ মানে সর্ব মানুষের মিলনের একটা ক্ষেত্র।বিশ^ব্রম্ভান্ডে বা পৃথিবীতে মানবজাতি যারা আছেন তারা আছেন বিভিন্ন ধর্ম, গোষ্ঠিও মতবাদ নিয়ে। কিন্তু সাধুসঙ্গের আসওে সবাইকে একসঙ্গে মেলানো হয় এবং সবার সঙ্গে ভাব বিনিময়ের একটা সুযোগ সৃষ্টি হয়। মানুষ হিসেবে করণীয়টা কি এবং কিভাবে মানুষ হয়ে উঠতে পারি, সেই শিক্ষাটাই সাধু সঙ্গের ভিতর দিয়ে গড়ে উঠে। তাই পথ ও মত নিয়ে লালন সাঁইজিকে জানতে হলে নিজেকে ত্যাগ করতে হবে। আর যিনি ত্যাগ করতে পারেন তিনি হলেন সাধক। প্রবীণ সাধু ফকির নহির শাহ সহ সাধু সঙ্গে আসা সাধুরা এমনটি জানিয়েছেন।


সাঁইজির কৃপায় বুড়িমা’র তিরোধান বার্ষিকী স্মৃতি স্মরণে সাধু সঙ্গের আয়োজন করতে পেওে নিজেকে ধন্য মনে করেছেন সাধুসঙ্গের আয়োজক প্রয়াতবুড়িমা’র স্বামী ফকির শামসুল শাহ।


সত্যকে সাগর মনে করেন সাধুরা। আর এ সত্য সাগওে সবার পক্ষে সাতাঁরকাটা সম্ভব নয় বলে প্রয়োজন হয় সাধু সঙ্গের। আবার সাধুদের মতে আত্মসুদ্ধি, আত্মতত্ব র¶া ও সাদা মনের মানুষ হতে হলে গুরু ভক্তির মাধ্যমে সেটা সম্ভব। আর এজন্য প্রয়োজন সাধু সঙ্গের। তাই সত্যিকারের সাদা মনের মানুষ সাধুদের কাছ থেকে দেখে সহজ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রয়োজন সাধু সঙ্গের। আর যেটা করে গেছেন আমাদের সকলের প্রিয় বুড়িমা। তাঁর তুলনা তিনি নিজেই ছিলেন বলে জানিয়েছেন সাধু সঙ্গে উপস্থিত প্রবীন সাধু রওশন ফকির।

আমন্ত্রণ বা অধিবাসের মধ্যদিয়ে সোমবার বিকেলে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়। চা-মুড়িপর্বের পর রাতে পরিবেশিত হয় সাঁইজির বাণী। এতে অংশ নেন প্রবীণ সাধু, লালন ভক্ত ও আমন্ত্রিত বাউল শিল্পীরা। তা চলে গভীররাত পর্যন্ত।  


১৫ জুলাই মঙ্গলবার বিকালে পূর্ন সেবার মধ্য দিয়ে ২৪ ঘন্টা ব্যাপী সাধু সঙ্গ অনুষ্ঠান শেষ হয়। তবে আনন্দ ধামে আসা সাধুরা রয়ে যাবেন আরো কয়েকদিন। এর আগে আজ সকালে বাল্য সেবার আয়োজন করা হয়। পওে পরিবে শত হয় দৈন্য বানী।


উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই ফকির রঞ্জনা ওরফে বুড়িমা দেহ ত্যাগ করেন। তিনি প্রবীণ সাধ ফকির নহির শাহ্ও এক মাত্র কন্যা ছিলেন এবং ফকির শামসুল শাহ্ও সগধর্মিনী ছিলেন। তাঁর নিজ হাতে গড়া আনন্দধামে তাকে সমাহিত করা হয়। আর সেখানেই অনুষ্ঠিত হয় সাধু সঙ্গ অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...