কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ৯হাজার ৭৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রবিন এক্সপ্রেস (কক্সবাজার-জ-০৪-০০২১ যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক সিজার মূল্য মূল্য ২৯ লক্ষ ২৭ হাজার ১০০ টাকা।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিজিবি’র সফল অভিযান এবং ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।