• আপডেট টাইম : 30/05/2025 04:11 PM
  • 314 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক পাচার করার সময় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে আরিফ আলী (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছেন।

২৯ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মন্ডলের ছেলে। নিহত যুবকের পরিবারের অভিযোগ আরিফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে সড়ক দূর্ঘটনার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় বিলা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানাগেছে, আরিফ আলী বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের মাঠের মধ্যে দূবৃর্ত্তরা তার মোটরসাইকেল ঠেকিয়ে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে এবং তার কাছে থাকা ফেনসিডিল লুট করে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত আরিফ আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, গুরুতর আহত একজনকে জরুরী বিভাগে নেওয়ার পর মারা গেছে।

যুবক নিহত হওয়ার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, আদাবাড়িয়া মাঠের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা একজন মোটরসাইকেল চালককে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। হত্যার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না সড়ক দূর্র্ঘটনা। তবে হত্যার অভিযোগের ভিত্তিতে বিলা নামে একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আরিফের মা হাসিনা খাতুন একই এলাকার ফজুর ছেলে মাদক ব্যবসায়ী টুকন (৩২) ও বিলা (৪০) সহ তাদের সহযোগিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী টুকন ও বিলা। তারা আরিফকে কুপিয়ে গুরুতর জখম করে আদাবাড়িয়া ফাঁকা মাঠের মধ্যে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নিহত আরিফের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ নিয়ে আরিফের পরিবারের লোকজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এসময় তারা মাদক ব্যবসায়ী টুকন ও বেলার শাস্তির দাবি করে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...