• আপডেট টাইম : 25/02/2025 05:32 PM
  • 215 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক ,(কুষ্টিয়া)
  • sramikawaz.com

৫ আগস্ট হামলার ঘটনায় কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজের শিক্ষার্থীরা।

২৪ ফেব্রয়ারিসোমবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে বেলা ৩টার দিকে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টার দিকে তারা সরকারি কলেজের সামনের সড়ক প্রায় দেড় ঘন্টা ধরে অবরোধ করে রাখে।

এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি ওই কলেজের শিক্ষকদেরও যোগ দিতে দেখা যায়। এদিকে এ অবরোধের ফলে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এছাড়া শহরের অভ্যন্তরের বিভিন্ন সড়কেও যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত কুষ্টিয়া শহরের কুঠিপাড়ার বাসিন্দা সবুজ রহমান গত ১১ ফেব্রয়ারি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষশিশির কুমার রায় ও ১২ জন শিক্ষককে আসামি করা হয়েছে। ১১ ফেব্রয়ারি এই মামলাটি দায়ের হলেও বিষয়টি গোপন ছিল।

কয়েকদিন আগে এ তথ্য ছড়িয়ে পড়লে সরকারি কলেজের শিক্ষার্থীরা বি¶ুব্ধ হয়ে ওঠে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং মামলার বাদী সবুজ রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, মামলার ১৬ নম্বর আসামি ঘটনার সময় একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি চাঁদাবাজির উদ্দেশ্যে একটি চক্র বৈষম বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত সবুজ রহমানকে দিয়ে এ মিথ্যা মামলা দায়ের করিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...