• আপডেট টাইম : 25/02/2025 05:15 PM
  • 179 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদকর, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২৪ ফেব্রয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় মুজিবুল হক নামে এক আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করে ষ্কৃতিকারীরা।


এছাড়াও হামলায় নির্বাচন উপলয়েসাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়।

১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে এ ঘটনা ঘটালেও হামলাকারী ও ইন্ধন দাতাদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা। তবে আইনজীবীদের অভিযোগ আগামী ২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বা র্থন্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা।ঘটনার পরপরই আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার ঘটনায় কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...