কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রয়ারী বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন-সম্পাদক রাজীব আহম্মেদ, যুগ্ন-সম্পাদক মোকছেদুল মোমিন মিথুন।
কাউন্সিলে সভাপতি পদে জামির আহম্মেদ মসনদ ও নয়ন আলীসহ দু’জন ছাড়াও সাধারন সম্পাদক পদে শিমুল হাসান, সজীব আলী ও সামিসহ তিনজন প্রতিদ্বন্ডিতা করেন। ছাত্রীরা একটি ভোটার বুথে এবং ছাত্ররা দু’টিতে মোট ৪৬২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।