• আপডেট টাইম : 10/02/2025 05:49 PM
  • 190 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক ,(কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের হায়দার আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, হায়দার আলীর স্ত্রী বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সামনে তাদের মুদি দোকানে খাবার দিতে যান। এ সময়ে বাড়ির প্রাচীর টপকিয়ে চোরেরা বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে এবং বাক্সের তালা ভেঙে ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মুদি দোকানদার হায়দার আলী জানান, আমার স্ত্রী আজ ১০ ফেব্রয়ারী সোমবার সকাল সাড়ে ৯টার সময় বাড়ির মেইনগেটে তালা ঝুলিয়ে আমাকে খাবার দেয়ার জন্য দোকানে আসে। বেলা ১১টার দিকে বাড়িতে গিয়ে মেইনগেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বন্ধ পাই।

প্রতিবেশীদের ডেকে বাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে। পরে ঘরে থাকা বাক্সে ৪০ হাজার টাকা পাওয়া যায়নি। চোরেরা প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাক্সের তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পাশর্^বতী তেকালা পুলিশ ক্যাম্পের এএসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...