• আপডেট টাইম : 10/02/2025 05:40 PM
  • 165 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি চলন্ত ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ভেড়ামারা হাসপাতালে ভর্তি আছেন ২জন।

১০ ফেব্রয়ারীসোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার ইলিয়াস হোসেন (২২) এর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়া। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ছিলেন।

পুলিশ ও দূর্ঘটনায় আহতরা জানান, একটি ট্রাক বিকল হয়ে লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়ানো অবস্থায় ছিল। ট্রাকের নীচে হেলপাররা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে একজন নিহত ও দু’জন আহত হোন।

ঘটনাস্থলে থাকা ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মো. তুহিন হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। সেতুর ওপর দিযে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, নিহত ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...