কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক দম্পতিকে বেঁধে রেখে গরু ও ছাগল লুট করেছে ডাকাত দল। শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালীর সরদারপাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানাগেছে, একদল সশস্ত্র ডাকাত দৌলতখালী সরদার পাড়া গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে কৃষক মো. নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে মো. নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী পারভিন আক্তারের (৪৮) চোখ ও হাত-পা বেঁধে রেখে তাদের পালন করা ২টি গরু ও ১টি ছাগল লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনার বিষয়ে কৃষক মো. নজরুল ইসলাম বলেন, ০৭ ফেব্রয়ারী শুক্রবার মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত আমার বাড়িতে প্রবেশ করে আমাকে ও আমার স্ত্রী কে বেঁধে রেখে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু ও একটি ছাগল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পরে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন বাড়িতে এসে আমাদের চোখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেয়।
তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক, গরু ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করি। এখন আমরা পথে বসে গেলাম বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ডাকাতির ঘটনার বিষযে দৌলতপুর থানার ওসি মো. নাজমুর হুদা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।