• আপডেট টাইম : 09/02/2025 05:31 PM
  • 132 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, শ্রমিক নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরীর শোকসভায় বক্তারা উপমহাদেশের এই কিংবদন্তী শ্রমিক নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।


আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড সহিদুল্লাহ চৌধুরীর শোকসভা রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম।

বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইকবাল কবির জাহিদ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ-এর সাবেক সাধরণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি এডভোকেট আবদুস সবুর, নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, মোশরেফা মিশু বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কমরেড আব্দুল মালেক, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং কমরেড সহিদুল্লাহ চৌধুরীর পুত্র তারেকুজ্জামান চৌধুরী। সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ শোকসভা পরিচালনা করেন৷

এবং তার সংক্ষিপ্ত লিখিত জীবনী পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লূনা নূর। সভার শুরুতে সিপিবি, বামজোটসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও গণসংগঠনসমূহ কমরেড সহিদুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।


কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, প্রকৃত শ্রমিক থেকে উঠে এসে শ্রমিকশ্রেণীর রাজনীতিকে মনেপ্রাণে ধারণ করে পার্টির ক্রান্তিকালে সিপিবিকে নেতৃত্ব দিয়ে তিনি কমিউনিস্ট পার্টিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সহিদুল্লাহ চৌধুরীর মতো নেতা বিরল।
তিরাশি বছরের জীবনে তার কোনো যাত্রাবিরতি ছিল না। শ্রমিকশ্রেণির স্বার্থে তিনি ছিলেন অটল।

যেকোনো ষড়যন্ত্র বা শ্রমিক বিরোধী কাজ দৃঢ়তার সাথে মোকাবেলা করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন মালিকশ্রেণি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে শ্রমিকের মধ্যে নানা ধরণের দ্বন্দ্ব ও সংঘাত লাগাতে তৎপর থাকে। এই লক্ষ্যে আমৃত্যু একটি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন।


কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, কমরেড সহিদুল্লাহ চৌধুরী নিঃস্বার্থভাবে এবং জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিক স্বার্থে আমৃত্যু লড়াই করেছেন। করোনাকালে পাটকল শ্রমিকদের দুর্দশার সময়ে যখন রাজপথে নামা প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেইসময়ে কমরেড সহিদুল্লাহ চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে পাটকল রক্ষা আন্দোলনে সক্রিয় থেকে যেভাবে আন্দোলন পরিচালনা করেছেন তা বিরল।

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের কর্মীদের কাছে পার্টির প্রতি আনুগত্য, পার্টির রাজনীতিকে ধারণ ও কর্মসূচিকে সংগঠিত করার এক অনন্য উদাহরণ কমরেড সহিদুল্লাহ চৌধুরী রেখে গিয়েছেন। একটি বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সহিদুল্লাহ চৌধুরীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন বাংলাদেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে হলে সকল বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে সহিদুল্লাহ আদর্শকে ধারন করে।


কমরেড খালেকুজ্জামান এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণ সমাজকে সমাজতন্ত্রের লড়াইয়ে সামিল হওয়ার আহবান জানান। শোক সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

বার্তা প্রেরক-


(লুনা নূর)
সম্পাদক, কেন্দ্রীয় কমিটি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...