লালমনিরহাটে নাবালিকা এক কিশোরীকে অপহরণের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর অপহরণ মামলার ১ নম্বর তথা প্রধান আসামি সামাউল ইসলামকে (২০) মুন্সিগঞ্জের নয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব।
৭ ফেব্রুয়ারি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেপ্তারকৃত আসামি সামাউল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী (সদরপাড়া ১নং ওয়ার্ড) এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ৩০ জুলাই আসামি সামাউল কয়েকজন সহযোগীসহ হাজরানিয়া বাজার এলাকার পাকা রাস্তা থেকেভুক্তভোগী ওই কিশোরীকে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় সামাউলকে ১ নম্বর তথা প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের নজরে আসে। ফলে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে। ফলশ্রুতিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র্যাব-১১ এর সিপিসি-১ নারায়ণগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারিতলা নয়াবাড়ি এলাকা থেকে সামাউলকে গ্রেপ্তার করে। পাশাপাশি ভুক্তভোগীকে উদ্ধার করে।
ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, ভুক্তভোগী এবং আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট