• আপডেট টাইম : 07/02/2025 07:10 PM
  • 132 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের পাটগ্রাম ও সদর উপজেলায় নারীসহ দুইটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বিকেলে পাটগ্রাম ইউনিয়নের বাবুরকামাত এলাকায় নিজ বাড়ি থেকে রেনুকা বেগম (৪৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মো. আশরাফুজ্জামান সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা যায়, নিহত রেনুকা বাবুরকামাত এলাকার জবেদুল ইসলামের স্ত্রী। বুধবার দুপুরে তার ছেলে সাগর বাড়িতে ভাত খেতে এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। অথচ ঘরের ভিতরে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। সাগরের সন্দেহ হলে তিনি ঘরের ভিতরে ঢোকেন এবং ওড়না প্যাঁচানো ও বালিশ চাপা দেওয়া মায়ের নিথর দেহ দেখতে পান। এরপর ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রেনুকার মৃতদেহ সুরতহাল করে। এরপর তার মৃতদেহ থানায় নিয়ে যায়। নিহতের মুখ ফোলা ও জখম ছিল।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দ্বিতীয় স্বামী জবেদুলের সাথে প্রায়ই বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা হতো। সেই জেরে জাবেদুল কিছু করে থাকতে পারে।

রেনুকার ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, “বুধবার দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর আমার সৎ বাবা (জবেদুল) এখানে দেখতে না পেয়ে তার মোবাইলে কল দিই। কিন্তু মোবাইল নম্বরটি বন্ধ ছিল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।“

পাটগ্রাম থানার ওসি মো. আশরাফুজ্জামান সরকার বলেন, “সুরতহালের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।“

অপরদিকে একই দিন দুপুরের পর লালমনিরহাট সদর উপজেলার ত্রিমোহনী ব্রিজের নিচে নদীর পাশ থেকে মমিনুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার রাতে মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান শ্রী কৃষ্ণ কান্ত রায়।


ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, নিহত মমিনুল আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের মুকুল মিয়ার ছেলে। তার মৃগী রোগ ছিল এবং প্রায়ই তার শরীরে কাঁপুনি আসতো। বুধবার দুপুরের দিকে মমিনুরের পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে চিন্তিত হন। পরে খোঁজাখুঁজি শুরু করলে ত্রিমোহনী ব্রিজ নিচে নদীর পাশে তার মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসেন। স্থানীয়দের কয়েকজন তাকে প্রতিদিনের ন্যায় মলত্যাগ করতে ব্রিজের পাশে যেতে দেখেন।


ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী কৃষ্ণ কান্ত রায় বলেন, “ছেলেটির যেহেতু আগে থেকেই মৃগী রোগ ছিল। এছাড়া কোন অভিযোগ ছিল না তাই পুলিশের সাথে কথা বলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছি।“

আদিতমারী থানার এসআই মাহবুব রহমান বলেন,”নিহত ওই যুবকের বাড়ি আদিতমারী হলেও তার মৃতদেহ পাওয়ার জায়গাটি লালমনিরহাট সদর থানার মধ্যে পড়েছে। তাই তার মৃতদেহ সদর থানার কাছে হস্তান্তর করা হয়।“

লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার জানান, কোনো অভিযোগ না থাকায় মমিনুলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...