কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালানকে কেন্দ্র করে চোরাকারবারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবু (৩২) নামে এক মাদক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৪ ফেব্রয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পশ্চিম ধর্মদহ গ্রামে মাদক চোরাকারবারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, প্রাগপুর ইউনিয়নে জামালপুর গ্রামের নাজিম মন্ডলের ছেলে শীর্ষ মাদক চোরকারবারী সোহান হোসেন (৪০) অন্তত ১০ থেকে ১২ জন সশস্ত্র সহযোগী নিয়ে প্রতিপক্ষ মাদক চোরকারবারী বাবুর সাথে মাদক চোরাচালান সংক্রান্ত দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন।
উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে সোহান হোসেনের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আদাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধর্মদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবু’র বাম পায়ের হাঁটুর নীচে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, এ ঘটনায় আইনশৃক্সখলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযুক্ত সোহান ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।