তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এর প্রধান সমন্বয়ক আসাদুল হাবীব দুলু বলেন, “সুখ-সমৃদ্ধির উৎস তিস্তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ।“
৫ ফেব্রুয়ারি বুধবার লালমনিরহাটের মিশন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে তিস্তা নদী রক্ষায় দুইদিনব্যাপী গণজমায়েত উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “তিস্তা নদী উচ্ছল জলধারার একটি নদী যার পানি এখন হাটুর নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তা নদী ও এর অববাহিকার মানুষদের রক্ষার স্বার্থে পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।“
দুলু বলেন, “ একসময় তিস্তা তীরবর্তী মানুষজনের গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল। এ অঞ্চল অর্থ আর প্রাকৃতিক প্রাচুর্যে পূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেই তিস্তার কারণে বন্যা-নদীভাঙনে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। অপরদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে চারিদিক ধূধূ বালুময় বিরান ভূমিতে পরিণত হয়।“
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিগত সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, পরিহাস করেছে। তাই নদী রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমস্বরে দাবি জানাতে হবে।“
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংবাদকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকায় কয়েক লাখ মানুষের গণজমায়েত কর্মসূচির আয়োজন করেছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। ৪৮ ঘণ্টাব্যাপী লাগাতার ওই কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
“জাগো বাহে, তিস্তা বাঁচাই” এই স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ তিস্তা তীরবর্তী বিভিন্ন জায়গায় তাঁবু করে এই সমাবেশ করা হবে। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে দেশের বিশিষ্টজন, নদী গবেষকসহ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেকে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট