লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার তুষভান্ডার এলাকায় বিয়ে করে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে স্ট্রোক করে অসুস্থ হন নব বিবাহিত যুবক জাহিদুল ইসলাম(২২)। পরে অসুস্থ অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেয়ার পথে তিনি মারা যান।
০২ফেব্রয়ারী রবিবার দিবাগত মধ্যরাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি সেলিম মালিক।
নিহত যুবক জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকে আত্নীয় স্বজনসহ উপজেলার চৌধুরীরহাট এলাকায় অবস্থিত কনের বাড়ি যান জাহিদুল। বিয়ে পড়ানো শেষ হলে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভান্ডার বাজারের পার হয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহিদুল। এরপর অসুস্থ জাহিদুলকে তার সাথে থাকা বর যাত্রীরা রমেকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, নব বিবাহিত যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুরো ঘটনা তদন্তের পর জানা যাবে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট