লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারীতে অবস্থিত হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামে ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীর মারা গেছেন।
২ ফেব্ররুয়ারি রবিবার বিকেলে ঘটা ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
নিহত ইদ্রিস আলী মধ্য একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, নিহত শিক্ষার্থী ইদ্রিস আলী বাড়ির বিদ্যুৎ লাইন থেকে তাদের জমির সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। সে সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন তিনি । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, “ খবর পেয়ে একজন এসআইকয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। “