• আপডেট টাইম : 03/02/2025 05:14 PM
  • 134 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-১৩ এর অভিযানিক দল ৯৯ বোতল ফেনসিডিল ও ২.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

০২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. কাউসার আলী (২১)। তিনি কালীগঞ্জ উপজেলার খামারভাতি এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম চৌধুরী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি মোটরসাইকেল তল্লাশি করে উল্লিখিত পরিমাণের ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি কাউসারকে গ্রেপ্তার করে।

ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...