লালমনিরহাট জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়।
২ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিল লালমনিরহাট জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব আহসান ও সিভিল সার্জন ডা.নির্মলেন্দু রায়।
সেমিনারে নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ফজলুল হক। তিনি বলেন, “২০১৬ সালে দেশে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য দিবস পালিত হয় । ওই বছর থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার জন্য ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।“
তিনি আরও বলেন, “জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা।“
উল্লেখ্য ওই সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হোটেল রেস্তোরাঁ মালিকগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ সচেতন নাগরিকবৃন্দ।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট