র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর একটি অভিযানিক দল ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ লালমনিরহাটের একজন মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
১ ফেব্রুয়ারি শনিবার র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হল- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. লিটন মিয়া (২৮), নীলফামারীর জলঢাকা উপজেলার মুন্সীপাড়া (পশ্চিম কুটামারা) এলাকার মো. নূরুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম ও রংপুর মহানগরীর জলছত্র এলাকার সুভাষ চন্দ্র বর্মনের ছেলে সঞ্জয় কুমার বর্মন (২৭)।
র্যাব জানায়, শুক্রবার বিকেলে র্যাব-১৩ রংপুর এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর জলঢাকা থানার মুন্সীপাড়া (পশ্চিম কুটামারা) এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সে সময় দেহ তল্লাশি করে গ্রেফতারকৃত ৩ আসামির সাথে থাকা একটি ট্রাভেল ও একটি শপিং ব্যাগ থেকে মোট ৮০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করেন তারা।
ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট