• আপডেট টাইম : 01/02/2025 07:56 PM
  • 144 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

বাংলাদেশের শ্রমজীবী মানুষের লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইকশ্রমিক ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন ও শ্রমিক মহাসমাবেশ আগামী ৪ ফেব্রয়ারি ২০২৫, মঙ্গলবার,সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১ফেব্রয়ারি ২০২৫, শনিবার, সকাল ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনেরআয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপেিতত্ব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, রাগীব আহসান মুন্না,সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর প্রমুখ।সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ৬০ লক্ষ মানুষের জীবন-জীবিকার মাধ্যম ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কেযেকোনো সিদ্ধান্ত নিতে হবে সার্বিক বিবেচনার মধ্য দিয়ে। অন্যথায় সমস্যার সমাধান না হয়ে নতুন সমস্যাসৃষ্টি হবে।

 

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সমস্যা ও সংকট নিরসনে ১২ দফা দাবি তুলে ধরে বলেন,শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সংকট নিরসনে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্সসহ রিকশা-ভ্যানইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

 

সংবাদ সম্মেলন থেকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কেন্দ্রীয় শহীদ মিনারে রিকশা-ভ্যান-ইজিবাইকশ্রমিক ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন ও ১২ দফা দাবির শ্রমিক মহাসমাবেশ সফল করতে সর্বস্তরেরশ্রমিক-জনতাকে আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, সম্মেলনে ৬৩ জেলার শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলন
উদ্বোধন করবেন ২৪’র গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...