• আপডেট টাইম : 31/01/2025 05:32 PM
  • 130 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট-২ আসনের (কালীগঞ্জ-আদিতমারী) সাবেক সংসদ সদস্য ও সাবেকসমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।


৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯ঃ১৫ মিনিটে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডএলাকার পোস্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুরমেট্রোপলিটন পুলিশ।রংপুর মেট্রোপলিটন পুলিশ, আরএমপি’র পুলিশ কমিশনার মজিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে জুলাই-আগস্টগণঅভ্যুত্থান চলাকালে ঘটা হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াওনুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে আদালতেরনিষেধাজ্ঞা রয়েছে।

আরএমপি’র পুলিশ কমিশনার মজিদ আলী জানান, সাবকে এমপির বিরুদ্ধেলালমনিরহাট, রংপুর ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন থেকেখোঁজা হচ্ছিল। তাকে মেট্রোপলিটন কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ১২টার পর গ্রেপ্তার সাবেক মন্ত্রীকেস্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপা

তালে নিয়ে গিয়েছিলপুলিশ। সেখানে বিক্ষুব্দ কিছু লোকজন বিভিন্ন স্লোগান দেয় এবং তার দিকেমারমুখী হন। সে সময় পুলিশ তাকে দ্রুত গাড়িতে ওঠায়।

 

উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২আসন থেকে আওয়ামী লীগেরমনোনয়নে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। একাদশজাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বপালন করেন।

রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...