কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ সিএনজি’র ২জন যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩ জন। ৩১ জানুয়ারী শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদি মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কুষ্টিয়া থেকে একটি সিএনজি কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারার উদ্দ্যোশে রওনা হয়। কুষ্টিয়া-ইশ্বরদি মহাসড়কে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝায় ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুনসহ সিএনজি’র ২জন যাত্রী ঘটনা স্থলেই নিহত হন। গুরুতর আহত ৩জন যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া-হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান. কুষ্টিয়া-ইশ^রদি মহাসড়কের রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে।