• আপডেট টাইম : 30/01/2025 07:39 PM
  • 117 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন সীমান্তের বিভিন্ন ক্যাম্পেদায়িত্বরত টহল দল গত ২০-২৯ জানুয়ারি মোট ১০ দিনে ১৩ লাখ ৫০ হাজার টাকা
মূল্যমানের ভারতীয় গরু, বিভিন্ন মাদকদ্রব্য ও পণ্য জব্দ করে। এর সাথে ২চোরাকারবারিকেও আটক করে।

২৯ জানুয়ারী বুধবার রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেলশাহ্ মো. শাকিল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিজিবি জানায়, ১০ দিনে ১৫ বিজিবি’র ঝাউরানী, লোহাকুচি, দিঘলটারী,মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্পসহ রামখানা ও বনচৌকিসীমান্ত থেকে ০১টি মোটরসাইকেলসহ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যেরচোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করা হয়।

জব্দ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইস্কাপ সিরাপ ১০৫ বোতল, ইয়াবা ২১৫ পিস,ভারতীয় মদ ১৪ বোতল, গাঁজা ১৪.৯ কেজি ও ফেনসিডিল ৪১৬ বোতল।

পণ্যের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, ৩০ হাজার টাকামূল্যের ভারতীয় জিরা, ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার
কসমেটিকস।

এছাড়াও চোরাচালান পণ্যবাহী ০১টি মোটরসাইকেল, ৫ লক্ষ ৫০ হাজার টাকামূল্যের ০৭টি ভারতীয় গরুও জব্দ করা হয়।অপরদিকে ০২ জন মাদক চোরাকারবারিকে আটক করে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিলআলম জানান, জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্যমালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আর আটককৃত মাদকচোরাকারবারিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...