• আপডেট টাইম : 30/01/2025 07:21 PM
  • 129 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরিফ বাহিনীর হামলায় আব্দুল জাব্বার (৪৫) নামে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। ২৯ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি বাজারে হামলার এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আব্দুল জাব্বারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আহত ব্যবসায়ী আব্দুল জাব্বার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত খোয়াজ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরিফের নেতৃত্বে রুবেল ও শামীমসহ ৫-৭ জন সশস্ত্র ক্যাডার ওয়ান ব্যাংকের এজেন্ট এবং বিকাশ ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী আব্দুল জাব্বারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তার ওপর হামলা চালায়।

এসময় সন্ত্রাসী আরিফ ও তার ক্যাডাররা ধারাল অস্ত্র দিয়ে আব্দুল জাব্বারকে কুপিয়ে গুরুতর জখম করে। আব্দুল জাব্বারকে হত্যার উদ্দেশ্যে গুলি করতে উদ্যত হলে স্থানীয়রা সন্ত্রাসী আরিফ ও তার বাহিনীর ক্যাডারদের বাঁধা দেয়।

পরে রক্তাক্ত গুরুতর জখম আহত আব্দুল জাব্বারকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হামপাতালে রেফার্ড করেন। টাকা লেনদেনকে কেন্দ্র করে সন্ত্রাসী আরিফ বাহিনী এ হামলা চালায় বলে স্থানীয়রা জানায়। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশকে দিয়েছে জনতা।

খবর পেয়ে দৌলতপুর থানার এসআই তুসার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বা ভাবিক করে। সীমান্তের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরিফ প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ছানোয়ার মন্ডলের ছেলে। আরিফের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...