লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজার এলাকায় অভিযানপরিচালনা করে ৯৮১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৯ জানুয়ারি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টিনিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইটলেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হল- আদিতমারী উপজেলার তালুকদুলালী এলাকার বাসিন্দামৃত আব্দুল গনির ছেলে মো. সাইফুল ইসলাম নান্নু (৪৯) ও একই এলাকার মৃতমফিজ উদ্দিন এর ছেলে মো. সমির উদ্দিন (৫১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪:১০ মিনিটে সদরউপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজার নামক এলাকায় অভিযান পরিচালনাকরে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল। ওই অভিযান চলাকালে ইয়াবাসহ উল্লিখিতদুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃত আসামিরাদীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদকব্যবসা পরিচালনা করেআসছিল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সাইফুল্লাহ নাঈমজানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যলালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট